মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করতে মিসরে অনুষ্ঠিত বিশ্বনেতাদের সম্মেলনে এক ভিন্নধর্মী ঘটনা ঘটেছে। গম্ভীর কূটনৈতিক আলোচনার ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দীর্ঘদিনের ধূমপানবিরোধী প্রচারণাকে আলোচনায় নিয়ে আসেন। এবার লক্ষ্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।গতকাল সোমবার লোহিত সাগরসংলগ্ন শহর শারম আল শেখে অনুষ্ঠিত সম্মেলনের এক অনানুষ্ঠানিক পর্বে দুই নেতা হাস্যরসের মেজাজে কথা বলছিলেন। সে সময় এরদোয়ান হঠাৎ মেলোনির দিকে তাকিয়ে বলেন, ‘আমি দেখলাম, আপনি যখন বিমান থেকে নামলেন, আপনাকে দারুণ লাগছিল। কিন্তু একটা ব্যাপার আছে—আপনার ধূমপানের অভ্যাসটা ছাড়াতে হবে।’এই কথার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়ানো ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ হেসে বলেন, ‘এটা তো অসম্ভব!’ এসময় মেলোনিও হেসে জবাব দেন, ‘আমি জানি, আমি জানি। আমি কারও ক্ষতি করতে চাই না।’এরদোয়ান বহু বছর ধরে তুরস্ককে ‘ধূমপানমুক্ত দেশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার...