নিজস্ব প্রতিবেদক : আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি সম্প্রতি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। স্বামী মো. সিদ্দিকের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। তবে সাবেক স্বামীর মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার আগেই নতুন বিয়ে করায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকে শুধু তনিকে নয়, তার সন্তানদের নিয়েও কটাক্ষ করতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তনি। পোস্টে তিনি লেখেন:“না জেনে না বুঝে যারা বাচ্চাদের সব কিছুতে জড়ান, এটা খুব খারাপ। আমাকে নিয়ে পোস্ট করুন, নিউজ করুন—কোনো সমস্যা নেই, বরং ফলোয়ার বাড়ে!” উল্লেখ্য, তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন চলতি বছরের ১৫ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বয়সের ব্যবধান, সংসার জীবন ও...