১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় গত ২৪ ঘণ্টায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৪ অক্টোবর) পদ্মা নদীর রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব-উল হক বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ৪টি মোবাইল কোর্টে ৮টি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর উপজেলায় ৫ জনকে ৩ দিন করে, গোয়ালন্দ উপজেলায় ৮ জনকে ১৪ দিন করে কারাদ-, ০.৮৯ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দকৃত করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় জব্দকৃত ৮৪ কেজি ইলিশ এতিমখানায় এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি...