রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১৪ অক্টোবর, ২০২৫, ১৭:০৯:৩০ রুহিয়ায় তিন দফা দাবিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঠাকুরগাঁও:তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একযোগে কর্মবিরতি পালন করেছেন সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে রুহিয়া উচ্চ বিদ্যালয় থেকে একটি প্রতিবাদ র্যালি বের হয়ে রুহিয়া চৌরাস্তায় গিয়ে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, রুহিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলিম উদ্দিন, মধুপুর কাকলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মার্কিনী হোসেন, এবং রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক...