দেশের নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করত একটি সংঘবদ্ধ চক্র। ফেসবুকে পোস্ট দিয়ে সিমের মালিকানা, কললিস্ট (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (NID) ডেটা, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে চক্রটির একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম সিয়াম হাওলাদার। তিনি লক্ষীপুর জেলার কমলনগর থানার চর পাগলা এলাকার বাসিন্দা। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি চৌকস দল গত ১৩ অক্টোবর (রাত) কমলনগর এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়। সিআইডি জানায়, গ্রেপ্তার সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য ছিল। তিনি অর্থের বিনিময়ে নাগরিকদের এনআইডি ডেটা, এসএমএস তালিকা,...