আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ টস হেরে বোলিং করবে। আগের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। অন্যদিকে আফগানিস্তান তাদের একাদশে এনেছে দুটি পরিবর্তন।আরো পড়ুন:ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশশেষ ওভারে গিয়ে হারল বাংলাদেশ টসের পর হাশমতউল্লাহ শাহিদি বলেছেন, ‘‘আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। এটি সেই একই উইকেট, যেখানে আগের ওয়ানডেটি খেলেছিলাম। আজ পিচটা আরও ধীর হবে এবং স্পিনাররা অনেক বেশি টার্ন পাবে বলে আশা করছি। তাই আমরা চাইব বড় সংগ্রহ গড়ে তুলে সেটি রক্ষা করতে। আমাদের পেস বোলিং বিভাগে এখনো অনেক পথ বাকি। কিছু তরুণ প্রতিভাবান বোলার আছে, তাদের আরও গড়ে তুলতে হবে...