দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন রেহমাত শাহ। তাই আফগানিস্তানের একাদশে একটি পরিবর্তন অবধারিত ছিল। সঙ্গে আরেকটি বদল এনে বাংলাদেশের বিপক্ষে নামছে তারা।রেহমাত শাহর জায়গায় ইকরাম আলিখিলকে একাদশে ফিরিয়েছে আফগানরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর ওয়ানডে খেলার সুযোগ এসেছে তার সামনে। এখন পর্যন্ত এই সংস্করণে ৩১ ম্যাচ খেলে ৩ ফিফটিতে ৩৮৪ রান করেছেন এই কিপার-ব্যাটসম্যান।আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন বাশির আহমাদ। তার জায়গায় ফেরানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে ক্যারিয়ার একমাত্র ওয়ানডে খেলা বিলাল সামিকে। ওই ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি এই পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে তার প্রাপ্তি ৪৪ উইকেট।আফগানিস্তান একাদশ:রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি।...