মাইক্রোসফট আর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য বিনামূল্যে সহায়তা দেবে না। অর্থাৎ, বিশ্বের কোটি কোটি কম্পিউটার ও ল্যাপটপে ব্যবহৃত এই জনপ্রিয় সিস্টেমের জন্য আর বিনামূল্যে সফটওয়্যার আপডেট, নিরাপত্তা সংশোধন বা প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে না। ১৪ অক্টোবর ২০২৫–এর পর থেকে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা আর নিয়মিত নিরাপত্তা আপডেট বা বাগ ফিক্স পাবেন না। ফলে কম্পিউটারগুলো চালু থাকবে ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাস, ম্যালওয়্যার ও হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়বে। মাইক্রোসফট বলছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এখনকার নিরাপত্তা চাহিদা পূরণে অনেক বেশি উপযুক্ত ও আধুনিক। যারা উইন্ডোজ ১০ ব্যবহার অব্যাহত রাখবেন, তাদের কম্পিউটার সহজেই সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হতে পারে। যুক্তরাজ্যের ভোক্তা সংগঠন হুইচ জানিয়েছে, কেবল ব্রিটেনেই প্রায় ৫০ লাখ ব্যবহারকারী এখনও উইন্ডোজ ১০–এ থেকে যাওয়ার পরিকল্পনা করছেন। সংগঠনটির টেক...