পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ডাক্তারির ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনা নিয়ে শোরগোলের মধ্যে এ বার দিল্লির এক বিশ্ববিদ্যালয় চত্বরে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় চত্বরের একটি নির্মীয়মাণ জায়গায় ওই ছাত্রীকে টেনে নিয়ে যান চার জন। তার পর তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। রবিবারের ঘটনা। বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াকে গণধর্ষণের চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা বি টেকের প্রথম বর্ষের ছাত্রী। তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন, চার জন মিলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মাণ ভবনে টেনে নিয়ে যান। তাঁর পোশাক টেনে ছিঁড়ে ফেলেন। তার পর চার জন মিলে ধর্ষণের চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, দুপুর ৩টের সময় ময়দান গঢ়হী থানায় সাহায্য চেয়ে ফোন আসে। সেই ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের একটি...