বিশ্ব নেতারা যখন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সমাধান খুঁজতে জড়ো হয়েছেন, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার তামাকবিরোধী অভিযানে নতুন লক্ষ্য খুঁজে পেলেন। তার লক্ষ্য এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মিসরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের সাইডলাইনে এক অনানুষ্ঠানিক কথোপকথনে এরদোয়ান মেলোনিকে বলেন, তিনি এমন একটি উপায় খুঁজে বের করবেন যাতে মেলোনি ধূমপান ছেড়ে দিতে পারেন। ইহলাস নিউজ এজেন্সির প্রচারিত ফুটেজে এরদোয়ানকে বলতে শোনা যায়, ‘আমি দেখেছি তুমি বিমানের সিঁড়ি বেয়ে নামছো। তোমাকে সুন্দর দেখাচ্ছিলে। কিন্তু তোমাকে ধূমপান ছাড়াতেই হবে।’ তাদের পাশে দাঁড়িয়ে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সঙ্গে সঙ্গে হাসতে হাসতে এরদোয়ানের আশা নস্যাৎ করে দিয়ে বলেন, ‘এটা অসম্ভব!’ তবে মেলোনি জবাবে বলেন, ধূমপান ছেড়ে দিলে হয়তো তিনি কম সামাজিক হয়ে যাবেন। তিনি মজা করে বলেন, ‘আমি জানি, জানি। আমি...