রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে প্রান্ত নামে এক শিক্ষার্থীকে গুরতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে গভীর রাত পর্যন্ত এ সংঘর্ষ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এদিকে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজীব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার, জিহাদ (সবাই ১৬তম ব্যাচ) ও আশরাফুল (১৪তম ব্যাচ)। এ...