জামাল ভুঁইয়ার প্রথম একাদশে খেলার আকুতি আজও কানে পৌঁছায়নি হাভিয়ের কাবরেরার। এশিয়ান কাপ বাছাইয়ের টানা চতুর্থ ম্যাচে জামালকে থাকতে হচ্ছে বেঞ্চে। ৯ অক্টোবর ঢাকায় হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে যে একাদশ গড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা, সেই একাদশ অবশ্য আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় কাই তাক স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে থাকছে না। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন সেন্টারব্যাক তপু বর্মণ। তিনি আসবেন তাজ উদ্দিনের জায়গায়। এক্ষেত্রে আগের ম্যাচে শুরু করা শাকিল আহাদ তপুকে দেখা যেতে পারে রাইটব্যক পজিশনে। আগের ম্যাচে জোড়া গোল খাওয়ানো সাদ উদ্দিনে এ ম্যাচেও আস্থা রেখেছেন কোচ। ডিফেন্সে তপু বর্মণ, তারেক কাজীর সঙ্গে সাদ উদ্দিন ও শাকিল তপু থাকবেন। এ ম্যাচে শুরু থেকে দেখা যাবে আগের ম্যাচে বদলী নেমে নজর কারা লেফটব্যাক জায়ান...