নিহত শাহানুর বাবু আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে অনার্স শেষ করে রাজেন্দ্র কলেজে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি উপজেলার পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহানুর বাবু তার বন্ধু আরিফ ইসলামকে নিয়ে মোটরসাইকেলে আলফাডাঙ্গা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। কাদিরদী পৌঁছালে দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত শাহানুর বাবু পথে মারা...