ঢাকা: সম্প্রতি প্রকাশিত ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ গবেষণায় কিশোর ও তরুণদের মধ্যে মৃত্যুহার বৃদ্ধিকে একটি ‘উদীয়মান সংকট’ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা। এই গবেষণা পরিচালনা করেছেন ১৬ হাজার ৫০০ বিজ্ঞানী, যারা ৩ লাখেরও বেশি ডেটা উৎস বিশ্লেষণ করেছেন।গবেষণায় দেখা গেছে, মৃত্যুহার বৃদ্ধির পেছনে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন কারণ কাজ করছে। উদাহরণস্বরূপ, উত্তর আমেরিকায় মাদক ও অ্যালকোহল ব্যবহার এবং আত্মহত্যার প্রবণতা এই সংকটের অন্যতম প্রধান কারণ। অন্যদিকে, সাব-সাহারান আফ্রিকায় সংক্রামক রোগ, আঘাত এবং মাতৃমৃত্যু মৃত্যুহার বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।এছাড়া, গবেষণায় উঠে এসেছে যে হৃদরোগ ও ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ এখন দুই-তৃতীয়াংশ অসুস্থতার জন্য দায়ী। মানসিক স্বাস্থ্য সমস্যাও তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে, যা এই প্রজন্মের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। ২০২৩ সাল পর্যন্ত বিশ্বের ২০৪টি দেশ ও...