টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশ। এবার ওয়ানডেতে একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে টাইগাররা। তাই সম্মান বাঁচাতে হলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে নিয়েছে নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জেতা আফগানিস্তানও দুটি পরিবর্তন এনেছে একাদশে। রহমত শাহ ও বশির আহমেদের বদলে নিয়েছে ইকরাম আলিখিল ও বিলাল সামি। বাংলাদেশের একাদশ:নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ...