টানা দুই হারে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে এসেছে চারটি পরিবর্তন। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। অর্থাৎ আগে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন দুই ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও শামীম হোসেন এবং দুই ফাস্ট বোলার হাসান মাহমুদ ও নাহিদ রানা। বিশ্রামে রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে আফগানিস্তান তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক রহমত শাহকে ছাড়াই খেলতে নামছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। রহমত এক মাসেরও বেশি সময়ের জন্য ছিটকে গেছেন। তার পরিবর্তে ইকরাম আলিখিল এবং বশির আহমদের পরিবর্তে বিলাল সামিকে একাদশে রাখা হয়েছে। টস শেষে মেহেদী হাসান মিরাজ...