আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে বদল এনেছে চারটি। তবে টস ভাগ্য পাশে পাননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের সিদ্ধান্ত অনুযায়ী এ ম্যাচেও আগে বোলিং করবে বাংলাদেশ। ভিসা জটিলতা কাটিয়ে আমিরাত পৌঁছানোর পর একাদশে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। সফরে প্রথম ম্যাচ খেলবেন পেসার নাহিদ রানা, আর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন শামীম পাটোয়ারী। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও একাদশে আছেন হাসান মাহমুদ। আফগানরাও তাদের একাদশে বদল এনেছে দুটি। মোহাম্মদ সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল...