১৪ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর মারখালা বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানির স্রোতে ভেসে সিদ্দিক খাঁ (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগরে এই ঘটনা ঘটে। নিখোঁজ সিদ্দিক খার বাড়ি ওই ইউনিয়নের সেলিমনগর গ্রামে। এসময় তার ছেলে একরাম খাঁ পানির স্রোতে ভেসে গেলেও তাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, সকালে সিদ্দিক খাঁ এবং তার ছেলে একরাম খাঁ তিতাস নদীর মারখালা বিলে তাদের জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। এই সময় পানির প্রবল স্রোতে দু'জনেই ভেসে যান। তাদের চিৎকার শুনে দ্রুত স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে একরাম খাঁকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বেলা গড়ালেও সিদ্দিক খাঁ এখনও নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে নবীনগর...