১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ‘সেফ এক্সিট’ চাওয়ার প্রসঙ্গ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ ছড়িয়েছে। এই ইস্যুতে উপদেষ্টা পরিষদের ভেতরে-বাইরে শুরু হয়েছে অস্বস্তি, গুঞ্জন ও পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। এমন সময় উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার প্রমাণসহ তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অনেক উপদেষ্টা ইতোমধ্যে নিজেদের সেফ এক্সিটের প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন। সময়মতো তাদের নাম জাতির সামনে প্রকাশ করা হবে।” তার এই মন্তব্যকে ঘিরে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা কেউই সেফ এক্সিট চাই না। দায়িত্ব পালন করেই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে চাই। আমাদের কারো লুকানোর কিছু নেই। আমরা...