কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিক ঘাটতি পূরণের লক্ষ্যে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। এ বিষয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদনগুলো ‘কেস বাই কেস’ ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এ সুবিধার ঘোষণা দেন।তিনি জানান, মালয়েশিয়ার সরকার শ্রমিক ঘাটতি পূরণের লক্ষ্যে তিনটি প্রধান খাত ও দশটি উপখাতে বিদেশি কর্মী কোটার আবেদনের জন্য এ বিশেষ সুবিধা দিতে সম্মত হয়েছে।সুবিধাপ্রাপ্ত প্রধান তিনটি খাত হলো, বৃক্ষরোপণ, কৃষি, খনি ও খনন। এছাড়াও দশটি উপখাত হলো- নিরাপত্তা পরিসেবা, ধাতু স্ক্র্যাপ সামগ্রী, পরিষ্কার- পরিচ্ছন্নতা ও ভবন রক্ষণাবেক্ষণ, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থল ভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডলিং, সরকারি প্রকল্পের অধীনে নির্মাণ কাজ ও মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক...