ঢাকা: জিম্মি ও বন্দি বিনিময়সহ বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মিশরে আয়োজিত এক সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা অংশ নেন এবং সেখানে গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর হয়।চুক্তির ধারাবাহিকতায় রোববার ও সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি মুক্তি কার্যক্রম সম্পন্ন হয়। এতে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়পক্ষেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।তবে এমন শান্তিপূর্ণ আবহের মধ্যেই আবারও গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল, যা যুদ্ধবিরতির অন্যতম প্রধান উদ্দেশ্য ‘যুদ্ধ বন্ধ’-কে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিটির শুজাইয়া পাড়ায় তাদের গুলি করে হত্যা করা হয়।ইসরায়েলি সেনাবাহিনীর হত্যার বিষয়টি নিশ্চিত করে...