ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট হাত ছাড়া করেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচের একাদশ নিয়ে নানা সমালোচনা হয়েছিল। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুর্দান্ত ফুটবল খেলে আলোচনা তৈরি করেছিলেন জায়ান আহমেদ ও শমিত শোম। তাই অ্যাওয়ে ম্যাচের একাদশে তাদের রাখতে ভুল করেননি হ্যাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় মাঠে নামবে দুই দল। এর আগে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। এর আগে জাতীয় স্টেডিয়ামে শুরুর একাদশে ছিলেন তপু বর্মণ। তবে এবার এই ডিফেন্ডারকে একাদশে রেখেছেন ক্যাবরেরা। তবে একাদশে সবচেয়ে বড় চমক জায়ান আহমেদ ও শমিত শোম। সেদিন শেষ মুহূর্তে হেড দিয়ে দলকে সমতায় ফিরিয়েছিলেন শমিত শোম। তাই আজ তাকে শুরুর একাদশে রাখা হয়েছে। বাম দিক থেকে দুর্দান্ত আক্রমণ করা জায়ানও রয়েছে শুরুর একাদশে। তবে আলোচিত অধিনায়ক...