নির্বাচন কমিশন নির্ধারিত তালিকা থেকে পছন্দের প্রতীক নিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে সময় বেঁধে দেওয়ার পর শাপলার পক্ষে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন দলটির নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা মঙ্গলবার বিকালে এক ফেইসবুক পোস্টে লেখেন, ‘এনসিপির মার্কা শাপলা। শাপলা দিতে হবে।” এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক পেইজে ওই পোস্ট শেয়ার করেন। একই সময়ে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে লেখেন, “এনসিপি শাপলাই পাবে।” ত্রয়োদশ সংসদ নির্বাচন সমনে রখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দল দুটির প্রতীকসহ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে। এর মধ্যে এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীকের মধ্যে থেকে মার্কা বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দেয় ইসি। কিন্তু নির্ধারিত সময়ে এনসিপি প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধন করে...