১১তম স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স। সোমবারের এ উৎক্ষেপণটিই ছিল বর্তমান সংস্করণের শেষ পরীক্ষামূলক উৎক্ষেপণ। এখন স্পেসএক্স আরও উন্নত ও আধুনিক নতুন স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করবে, যা বিশেষভাবে চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য অতিরিক্ত সুবিধা ও প্রযুক্তি নিয়ে তৈরি হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। স্টারশিপ রকেটটি দুটি অংশ নিয়ে গঠিত। এর উপরের অংশে রয়েছে স্টারশিপ স্টেজ ও নিচের অংশে সুপার হেভি বুস্টার। রকেটটি স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্র স্টারবেইস থেকে উৎক্ষেপিত হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩মিনিটে। স্টারশিপ অংশটিকে মহাকাশে পৌঁছানোর পর এর সুপার হেভি বুস্টারটি উৎক্ষেপণের ৭ মিনিটের মধ্যে মেক্সিকো উপসাগরে পানির ওপর আলতোভাবে নেমে আসে। এ পর্যায়ে বুস্টারটির একটি ল্যান্ডিং ইঞ্জিনের নতুন কনফিগারেশন পরীক্ষা করে স্পেসএক্স। পরীক্ষা শেষে বুস্টারটি নিজেই বিস্ফোরিত...