স্থানীয়রা জানান, মোটর সাইকেল নিয়ে রায়গঞ্জ যাবার পথে আবুল কালাম বিশ্বাস ছোনকায় আন্ডারপাসের দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শেরপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মাওলানা আবুল কালাম বিশ্বাস (৫৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা আন্ডারপাস...