রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে ভোটারদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গাইডলাইন অনুযায়ী, ব্যালটে প্রার্থীর নাম ও প্রতীক যাচাই করে নির্দিষ্ট ঘরে ক্রস (×) চিহ্ন দিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত গাইডলাইনে বলা হয়েছে, প্রতিটি ভোটারকে অবশ্যই শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। একজন ভোটার অন্যের পক্ষে ভোট দিতে পারবেন না। ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার তালিকায় নিজের নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করতে হবে। ভোট দেওয়ার আগে আঙুলের ছাপ দিতে হবে। ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। ভোট দেওয়ার পর আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে। রাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্যমতে, রাকসু নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে...