যশোরের শার্শায় নিখোঁজের চারদিন পর এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আব্দুল্লাহ (২৬) শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে শার্শা থানা ও জেলা গোয়েন্দাপুলিশ(ডিবি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে একটি পরিত্যক্ত একতলা বাড়ির টিনের বক্সের ভেতর থেকে আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ১০ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে ভ্যান চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন আব্দুল্লাহ। পরদিন শনিবার তার বাবা ইউনুস আলী শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ তৎপরতায় ঝিকরগাছা থানা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করে। তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে আশানুর রহমান ওরফে আশা (২৮), মুকুল হোসেন (৩৮) এবং সাগর হোসেন নামে তিনজনকে আটক করা হয়।...