টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের দক্ষিণ দরিচন্দবাড়ী সরকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের তালা কেটে আলমিরার তালা ভেঙ্গে প্রজেক্টর ও সাউন্ড বক্স চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার(১৪ অক্টোবর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ মিয়া জানান, সোমবার(১৩ অক্টোবর) রাতে সংঘবদ্ধ একটি চোর চক্র বিদ্যালয়ের নিচ তলায় অফিস কক্ষের দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে আলমিরা থেকে প্রজেক্টর ও সাউন্ড বক্স চুরি করে নিয়ে যায়। এসময় আমিরার বিভিন্ন ড্রয়ারের ভিতরে থাকা ফাইল ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। এতে করে শিশু শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা বিঘœ ঘটছে। মঙ্গলবার(১৪অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে এমন ঘটনা দেখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে অবগত করে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এঘটনায় বিদ্যালয়ের...