চট্টগ্রাম বন্দরের ৪১ শতাংশ বর্ধিত ট্যারিফ পুনর্বিবেচনার দাবিতে এবার প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়েছে। ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ট্যারিফ বৃদ্ধির ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে। এছাড়া দেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে সব স্টেকহোল্ডারের (স্থানীয় শিপিং এজেন্ট, আমদানি-রপ্তানিকারক, জাহাজ মালিক, ব্যবসায়ী সংগঠন) সঙ্গে পরামর্শক্রমে যৌক্তিক ও বাস্তবভিত্তিক ট্যারিফ কাঠামো নির্ধারণ করার জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৮৬ সালে সর্বশেষ ট্যারিফ কাঠামো প্রণয়নের সময় মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার বিনিময় হার ছিল ৩০.৬১ টাকা। বর্তমানে (২০২৫ সাল) এ হার ১২২ টাকা ছাড়িয়েছে অর্থাৎ বন্দরের বিদ্যমান...