শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, উচ্চশিক্ষার প্রশাসনিক কাঠামো স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত হতে হবে। যদি কোথাও নীতিমালা বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে, তা দ্রুত যাচাই ও সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘উচ্চশিক্ষা কার্যক্রমের গতিশীলতা ও পারস্পরিক কর্মসম্পর্ক জোরদার’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ইউজিসি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি, উপাচার্য ও রেজিস্ট্রাররা অংশ নেন। শিক্ষা উপদেষ্টা বলেন, আজকের কর্মশালায় বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞতা ও পরামর্শকে আমরা অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করছি। এ আলোচনা এখানেই শেষ নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা কাঠামোগত ও নীতিগত সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের পথে এগিয়ে যাবো। আরও পড়ুনশিক্ষা উপদেষ্টা নিজেকে অযোগ্য প্রমাণ করছেন: জাহিদ আহসান ‘শিক্ষা...