এই টুর্নামেন্টের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। বাংলাদেশের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত। এই ম্যাচের স্টার্টিং ইলেভেন ঘোষণা করেছে বাংলাদেশ। সেখানে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে রাখা হয়নি। তবে বদলীর সময় তাদের নামানো হতে পারে। অন্যদিকে শামিত শোম, হামজা চৌধুরি ও...