ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে হংকংয়ের বিপক্ষে হৃদয় ভেঙ্গেছিল বাংলাদেশ ফুটবল দলের। তবে সেই ম্যাচে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল কোচ হাভিয়ের কাবরেরার সেরা একাদশ সিলেকশন নিয়ে। তবে এবার অ্যাওয়ে ম্যাচে কোনও সুযোগ নিতে চাননি তিনি। আর তাই আগের ম্যাচের শুরুর একাদশে সুযোগ না পাওয়া জায়ান ও সামিত সোমকে সঙ্গে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। আর গেল ম্যাচের সেরা একাদশ থেকে বাদ পড়ছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা জুনিয়র। হংকংয়ের বিপক্ষে নিজেদের রক্ষণ মজবুত করতে চার ডিফেন্ডার নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কাবরেরা। তপু বর্মণ, শাকিল...