গত বছরের জুলাইয়ে সারা দেশের শিক্ষাঙ্গন থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ বিতাড়িত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসেও তাদের আধিপত্যের অবসান ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরে আসার প্রত্যাশা সৃষ্টি হয়।তবে গত বছর গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ক্যাম্পাসে সহিংসতা, হল দখল এবং ‘মব ভায়োলেন্সের’ (গণপিটুনি বা সমষ্টিগত বিচার) মতো বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।শিক্ষার্থীদের একটি বড় অংশের অভিযোগ, এসব ঘটনার পেছনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়িত।আরও অভিযোগ রয়েছে, ছাত্রশিবির মনোনীত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ‘সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন’ ব্যানারে ক্যাম্পাসে নিজের প্রভাব বিস্তার করছেন।গত ১১ আগস্ট বিকাল ৩টার দিকে এ এফ রহমান হলের সামনে মানসিক ভারসাম্যহীন এক যুবক দাউদ সালমানকে আটক করে রনির অনুসারীরা। তার হাতে...