বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া নাফ নদ—দুই দেশের প্রাকৃতিক সীমারেখা। একসময় এ নদ ছিল জীবিকার প্রতীক, জেলেদের হাসিমুখে ভরপুর। কিন্তু আজ সেই নাফ নদই হয়ে উঠেছে মৃত্যুফাঁদ, অনিশ্চয়তার জলরাশি। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আগ্রাসনে নদীর দুই তীরে এখন ভাসছে কান্না, শোক আর প্রতীক্ষার ভারী নিস্তব্ধতা। সীমান্তের এই নীরব যুদ্ধের বলি হচ্ছে সাধারণ জেলে। কেউ ফিরছেন নির্যাতনের ক্ষত নিয়ে, কেউ আর ফিরছেন না। প্রশাসন বলছে, সীমান্তের বাইরে গিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। ফলে, টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের শতাধিক পরিবার এখন এক অনিশ্চিত জীবনের বন্দি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের কার্যালয়ের তথ্যমতে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত ১১৬ জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। অন্যদিকে বিজিবির তথ্যমতে, চলতি বছরের প্রথম নয় মাসে ২৩৫ জন জেলেকে...