হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আরো পড়ুন:শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুবশিশু টিভি দেখতে-দেখতে খাচ্ছে, এতে কী হচ্ছে জানেন? শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব মৃত তিন শিশু হলো—চুনারুঘাট উপজেলার রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মুসকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে সানিয়া আক্তার (৯)। তারা ঘনিষ্ঠ আত্মীয়। মঙ্গলবার সকালে পরিবারের সঙ্গে চান্দপুর চা বাগান এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে ওই তিন শিশু। দুপুরে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের দেখা না পেয়ে পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা...