ঢাকা:চব্বিশের জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিসহ ৯০ জন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দী রয়েছেন। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান একই কক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে। কেরানীগঞ্জ কারাগারের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ বাংলানিউজকে জানান, বর্তমানে সেখানে থাকা বিশেষ বন্দিদের মধ্যে ৭০ জন ডিভিশনপ্রাপ্ত। কারাগার সূত্র জানায়, বিশেষ বন্দিদের তিনটি পৃথক ভবনে রাখা হয়েছে। প্রতিটি ভবনের বন্দিরা অন্য ভবনের বন্দিদের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে পারেন না। সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ও এমপিরা এখন কারাবিধি মেনে চলছেন এবং তুলনামূলকভাবে সংযত সময় কাটাচ্ছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করেন, নামাজ পড়েন, বই-পত্রিকা পড়েন এবং ভবনের...