মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ আগুন লাগে। এ আগুনে বিকেল নাগাদ ৯ জনের নিহত হওয়ার তথ্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক তাজুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে বলেন, ‘আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কেমিক্যালের কারণে এখনো বিষাক্ত ধোয়া নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, প্রথমে কসমিক ফার্মায় আগুন লাগে পরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশের আরও ২টি ভবনে আগুন লাগে। এগুলো ডায়িং অ্যান্ড ওয়াশ জাতীয় কেমিক্যালের কারখানা। আগুন লাগা ভবনগুলোয় এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। কেমিক্যাল গোডাউনের বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। এদিকে, মেডিকেল প্রতিবেদক জানান, দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য...