আজ ১৪ অক্টোবর থেকে বন্ধ হতে যাচ্ছে উইন্ডোজ ১০ সিকিওরিটি আপডেট। ২০১৫ সালে শুরু হওয়া উইন্ডোজ ১০ এবার তার জীবনযাত্রার শেষধাপে পৌঁছে গিয়েছে, এমনটাই জানিয়েছে মাইক্রোসফট। এখন ইউজারদের হাতে এখন দু’টিই অপশন। এক-নিজেদের সিস্টেমকে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করে নেওয়া। অন্যথায় পকেটের টাকা খরচ করে উইন্ডোজ ১০ সিস্টেমের আপগ্রেড ক্রয় করা। তবে জানা গিয়েছে এই সাপোর্টও মিলবে এক বছরই। তাই চাইলে নিজেদের সিস্টেমকে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করে নিতে পারেন। কীভাবে করবেন আসুন দেখে নেওয়া যাক- ১. প্রথমে পিসির স্টার্ট > সেটিংস > আপডেট আন্ড সিকিউরিটি > উইন্ডোজ আপডেট নির্বাচন করুন। বিকল্পভাবে, আপনি উইন্ডোজ আপডেট শর্টকাটেও ট্যাপ করতে পারেন।২. ‘চেক ইওর আপডেট’ বোতামে ক্লিক করুন। (এটা মনে রাখা দরকার যে, যদি বর্তমান উইন্ডোজ সংস্করণের জন্য আপডেট পাওয়া যায়, তাহলে ব্যবহারকারীদের প্রথমে আপডেটটি...