আফগানিস্তানের কাছে টানা দুই ওয়ানডেতে হেরেছে মিরাজ-শান্তরা। সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হয়েছে। এখন চূড়ান্ত লজ্জা এড়ানোর পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ নেমেছে হোয়াইটওয়াশ এড়াতে। এমন ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ’আগের দুই ম্যাচে যে ভুলগুলো করেছি, সেখান থেকে বের হয়ে আসতে চাই। ব্যাটিং ব্যর্থতায় আমরা ম্যাচগুলোতে হেরেছি। অবশ্যই জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই।’ ম্যাচে বাংলাদেশের একটাই লক্ষ্য থাকবে, ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল সিরিজ বাঁচানোর।...