এর আগে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।সহকর্মীদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাজমিনা বারবার ছুটি ও চিকিৎসা সহায়তা চেয়েও পাননি। পরে সহকর্মীরা চাঁদা তুলে তার চিকিৎসার উদ্যোগ নিলে কারখানা কর্তৃপক্ষ বাধা দেয়। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটকবিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিদেশি কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ ও বৈষম্যপূর্ণ ব্যবহার করছেন। তারা বলেন, একজন অন্তঃসত্ত্বা শ্রমিককে অবহেলার কারণে প্রাণ হারাতে হয়েছে—এটি মানবিকতার চরম লঙ্ঘন।শ্রমিকরা দ্রুত দায়ীদের শাস্তি ও শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে সতর্ক করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।এ...