যুদ্ধবিরতি চুক্তির পর কারাগার থেকে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। এই বন্দিরা ইসরায়েলের কারাগারে থাকা অবস্থায় যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন তার বর্ণনা দিচ্ছেন সংবাদমাধ্যমের কাছে। খান ইউনিসে ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি আবদুল্লাহ আবু রাফে আল-জাজিরাকে বলেছেন, “আমরা কারাগার নয়, একটি কসাইখানায় ছিলাম। দুর্ভাগ্যবশত, আমরা ওফার কারাগার নামে একটি কসাইখানায় ছিলাম। অনেক যুবক এখনো সেখানে আছে। ইসরায়েলি কারাগারের পরিস্থিতি খুবই কঠিন। কোনো বিছানা নেই। তারা সবসময় বিছানাগুলো সরিয়ে নেয়। খাবারের পরিস্থিতি কঠিন। সেখানে পরিস্থিতি কঠিন।” আরেকজন মুক্তিপ্রাপ্ত বন্দি ইয়াসিন আবু আমরা ইসরায়েলি কারাগারের অবস্থা ‘অত্যন্ত খারাপ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “খাবার, নিপীড়ন এবং মারধরের দিক থেকে, সবকিছুই খারাপ ছিল। খাবার বা পানীয় ছিল না। আমি চার দিন ধরে খাইনি। তারা আমাকে এখানে দুটি মিষ্টি দিয়েছিল এবং আমি সেগুলো খেয়েছি।”...