এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে এখন শুধু ‘যদি-কিন্তু’ সমীকরণেই বেঁচে রয়েছে বাংলাদেশের সম্ভাবনা। হংকংয়ের কাছে আগের ম্যাচে ঘরের মাঠে হার, যেন মূলপর্বে ওঠার স্বপ্নকে শেষ করে দিয়েছে আগেভাগেই।তবু শেষ চেষ্টা বলতে আরও তিন ম্যাচ বাকি, আর সেখান থেকে প্রত্যাশিত নয় পয়েন্টই হতে পারে আশার শেষ আলো। সে যাত্রার প্রথম ধাপ আজ। সন্ধ্যা ৬টায় কাই তাক স্পোর্টস পার্কে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে রক্ষণাত্মক ‘বাস পার্ক’ ফরমেশনেই দল সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি যেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার শেষের শুরুটা দেখেই ফেলেছেন। আজও জামালকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন এই কোচ। জামালের বদলে মাঝমাঠে নেতৃত্বের ভার পড়েছে হামজা চৌধুরীর ওপর। তার সঙ্গে আছেন সামিত সোম, যিনি আজ ফিরেছেন প্রথম একাদশে, এবং সোহেল রানা (সিনিয়র) ও শেখ মোরছালিন। দলের রক্ষণভাগ...