ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশে টার্ফ উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে প্রক্রিয়ার মধ্যে থাকা টেকনিক্যাল সেন্টার নিয়েও কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ‘স্পষ্ট ভিশন’ থাকার প্রয়োজনীয়তা অনুভব করার কথা বলেছেন তিনি। প্রায় তিন বছর আগে কক্সবাজারের রামু উপজেলায় ‘সেন্টার ফর এক্সিলেন্স’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য খুনিয়াপালংয়ে এলাকায় জায়গাও পাওয়া যায়। কিন্তু এলাকাটি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ায় একই জেলার রশিদনগরে পরে জমি বরাদ্দ দেওয়া হয় বাফুফেকে। প্রকল্পটি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। এই টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ৩০ কোটি টাকা পাবে বাফুফে। কিন্তু শর্ত হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। তা না হলে বরাদ্দ ফেরত যাবে।...