ঢাকা: পেন্টাগনে সংবাদসংগ্রহের নতুন নির্দেশনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। তারা একযোগে জানিয়েছে, এই নীতিমালা সংবাদমাধ্যমের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করছে এবং তারা এতে সই করবে না।গত মাসে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের উপস্থাপিত নতুন এই নীতিমালায় সাংবাদিকদের একটি হলফনামায় স্বাক্ষরের নির্দেশ দেওয়া হয়। এতে উল্লেখ ছিল, তারা কোনো ‘অননুমোদিত তথ্য সংগ্রহে’ যুক্ত হবেন না এবং নির্দিষ্ট এলাকায় প্রবেশের সময় পেন্টাগনের কর্মকর্তাদের উপস্থিতি আবশ্যক হবে। যারা মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করবে না, তাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রেস ক্রেডেনশিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, সিএনএন, দ্য আটলান্টিক, দ্য গার্ডিয়ান, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এনপিআর, হাফপোস্ট এবং ব্রেকিং ডিফেন্সসহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো একযোগে রুখে দাঁড়ায় এবং সোমবার জানায়, তারা এই চুক্তিতে সই করবে না।ওয়াশিংটন পোস্টের নির্বাহী...