ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকের চাপায় মাদারীপুর জেলার শিবচর পৌরসভা ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও মুজিবুল হক দুর্জয় (৩২)। তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। দুই ছাত্রদল নেতার মৃত্যুর খবরে শিবচরের দুটি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, শিবচর উপজেলা ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দুর্জয় গতকাল সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্যে ঢাকা যান। মোটরসাইকেল মেরামত শেষে তারা শিবচর ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এলে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই...