ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছর ধরে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে উপত্যকার ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপত্য। গাজার ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, মোট ১ হাজার ২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৫টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও অন্তত ১৮০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হওয়া এসব স্থাপনার অধিকাংশই মামলুক ও উসমানীয় আমলে নির্মিত শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের অংশ ছিল। গত শনিবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হলেও গোটা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুলের পাশাপাশি ধর্মীয় স্থাপনাও রক্ষা পায়নি ইসরায়েলি আগ্রাসন থেকে। গাজার সবচেয়ে বড় ও প্রাচীন উপাসনালয় মহান ওমরী মসজিদ যা প্রায় ১,৪০০ বছর আগে নির্মিত হয়েছিল এবং ‘ছোট আল-আকসা’ নামে পরিচিত ছিল সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে সাম্প্রতিক বোমাবর্ষণে। ৫ হাজার বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে থাকা এই স্থাপনাটি একসময় ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ...