কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড একসঙ্গে কাজ করতে যাচ্ছে বাংলাদেশে আরও দ্রুত, নিরাপদ এবং সহজে রেমিটেন্স পাঠানোর সুবিধা দিতে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরও সহজভাবে বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাতে পারবেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইউসিবি-র প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো: আবদুল্লাহ আল মামুন। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ও অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সুরাজ ভাগানি, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত ও সুরক্ষিত রেমিট্যান্স পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।...