১৪ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১জনকে আমৃত্যু ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন। উক্ত মামলায় ২ জনকে বেকসুর খালাস এবং মৃত্যুবরণ করায় ৩ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রায় প্রকাশের পর বাদিপক্ষ অসন্তুষ্ট হয়ে উঠলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। সদর মডেল থানার বিপুলসংখ্যক পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় আমরা মোটামুটি সন্তুষ্ট। তবে আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলাম। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, রায় ঘোষণার পর বাদীপক্ষ উত্তেজিত হয়ে আসামিদের উপর হামলা চালাতে উদ্যত হয়।...