রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত আটজন দগ্ধ হয়েছেন। ভবনের ভেতরে বিপুল পরিমাণ কেমিক্যাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানান তিনি। তালহা বিন জসীম আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর পৌনে...