বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ ভাংচুরের ঘটনা ঘটে। এতে পরিসংখ্যান বিভাগের জনি, প্রান্ত, মার্কেটিং বিভাগের শাহরিয়ার অপু, পদার্থ বিজ্ঞান বিভাগের ইউসুফসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বাকি আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।আরো পড়ুন:বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিতজাবির হলে র্যাগিং: ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন জাবির হলে র্যাগিং: ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন এদিকে, এ ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বেরোবি প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষ হয়। পরে রাত ১০ টার দিকে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিষ্ট্রার ড....